পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ২৫ মার্চ, ২০১১

উইন্ডোজ এক্সপি কে গতিশীল করুন!!!


উইন্ডোজ এক্সপি অনেক সময় ধীর হয়। এ নিয়ে অনেকে কাজ করতে পারেন না। অথচ আমরা একটু চেষ্টা করলেই গতিশীল করতে পারি। এ নিয়ে এই সাইট এ নিয়মিত লেখে প্রকাশ হচ্ছে।
My Computer এ ডান ক্লিক করে প্রোপারটিজ এ ক্লিক করুন। Advanced টবে ক্লিক করুন। এখান থেকে Performance এর আওতাধীন থাকা Setting বাটনে ক্লিক করুন।এখান থেকে Adjust for best perfomance এ ওকে করে Apply ও Ok ক্লিক করে বেরিয়ে আসুন।
কিছুক্ষন সময় নেবে । তারপর দেখবেন আপনার কম্পিউটার আগের চেয়ে গিতিশীল হয়ে গেছে।রবে সমস্য হচ্ছে আপনার কম্পিউটার দেখতে একটু ৯৮ এর মত দেখাবে।
এর কারণ হচ্ছে বিভিন্ন গ্রাফিক্স ও ইফেক্ট Ram এ জায়গা দখল করে। RAM ফ্রী থাকলে আপনা কম্পিউটারও হবে গতিশীল।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার সঠিক মতামত দিন.........