পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ২৫ মার্চ, ২০১১

ওয়েবসাইটে চাকরির তথ্য

চাকরির বিভিন্ন তথ্য নিয়ে ইন্টারনেটে চালু হয়েছে চাকরির খবর (www.chakrirkhobor.com) নামের একটি ওয়েবসাইট। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরির খবর ও পত্রিকায় প্রকাশিত চাকরির খবরগুলো পাওয়া যাবে। —বিজ্ঞপ্তি

কম্পিউটার কে গতিশিল করার উপায়.........।

কম্পিউটার ব্যবহার করেন। কিন্তু কম্পিউটার এর পরিচরযা জানেন না। আস্তে আস্তে কম্পিউটার হয়ে উঠে ধীর গতির। ভাল ভাবে কাজ করতে পারেন না।আমাদের একটু অলসতার কারণেই কম্পিউটার ধীর হয়। আমরা অল্প কিছু সময় কম্পিউটারকে দিয়ে কম্পিউটার গতিশীল করতে পারি।

সিস্টেম রিস্টোর বন্ধ করুন.........।


আপনি যদি সিস্টেম রিস্টোর বন্ধ না করেন তাহলে আপনার কম্পিউটার থেকে ভাইরাস ডিলিট করলেও তা

উইন্ডোজ এক্সপি কে গতিশীল করুন!!!


ফেসবুকে ভিডিও চ্যাট করুন............।

ফেসবুকে এসএমএস চ্যাট করা গেলেও ভিডিও চ্যাট করা যেত না। তবে এখন ফেসবুকে ভিচ্যাটার (vChatter) নামের নতুন একটি প্রোগ্রাম যোগ করা হয়েছে ভিডিও চ্যাট করার জন্য। প্রোফাইলে ভিডিও চ্যাট অপশন যোগ করার জন্য প্রথমে www.facebook.com/vChatter ঠিকানায় গিয়ে বাঁদিক থেকে Go to Application বাটনে ক্লিক করুন।
তারপর Continue-তে ক্লিক করুন। নতুন একটি উইন্ডো এলে Allow-এ ক্লিক করুন। এখন Play বাটনে ক্লিক করুন। ডান পাশে আপনার বন্ধুদের নামের তালিকা আসবে। যারা vChatter অপশনটি তাদের প্রোফাইলে যোগ করেছে তাদের নামের পাশে Call এবং যারা যোগ করেনি তাদের নামের পাশে Invite লেখা থাকবে। সেখান থেকে Call বাটনে ক্লিক করে তার সঙ্গে ভিডিও চ্যাট করতে পারবেন এবং Invite বাটনে ক্লিক করো Chatter অপশনটি তার প্রোপাইলে যোগ করার জন্য অনুরোধ করতে পারবেন। ভিডিও চ্যাট করার জন্য কিন্তু অবশ্যই কম্পিউটারের সঙ্গে একটি ওয়েবক্যামেরা সংযুক্ত করতে হবে।

রাইট বাটনে যুক্ত করুন রিসাইকেল বিন !!!!!


প্রযুক্তিতে এক ধাপ এগিয়ে .........

উইন্ডোজ এক্সপিতে পাসওয়ার্ড ভুলে গেলে